বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনা নদীতে ডুবে অনন্ত নামের যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ১৪ আগস্ট ২০২৫

মেঘনা নদীতে ডুবে অনন্ত নামের যুবক নিখোঁজ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ডুবে অনন্ত চন্দ্র মনি দাশ (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) বিকেল আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া পাওয়ার হাউস বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ অনন্ত চন্দ্র মনি দাশ আড়াইহাজার উপজেলার দুপ্তারা কালিবাড়ী এলাকার যদু চন্দ্র দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুদের সঙ্গে বালুর মাঠে ফুটবল খেলার এক পর্যায়ে বল মেঘনা নদীতে পড়ে গেলে অনন্ত তা আনতে নদীতে নামে। সাঁতার না জানায় কিছুক্ষণের মধ্যেই সে পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হবে।