বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিক্রি হচ্ছে সামিট পাওয়ারের নারায়ণগঞ্জের বিদ্যুৎকেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ১৪ আগস্ট ২০২৫

বিক্রি হচ্ছে সামিট পাওয়ারের নারায়ণগঞ্জের বিদ্যুৎকেন্দ্র

প্রতীকী ছবি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড তাদের নারায়ণগঞ্জ ইউনিটের ১০২ মেগাওয়াটের ভারী জ্বালানি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি সাবসন এনার্জি এফজেডকোর কাছে বিক্রি এবং পুনরায় রপ্তানির জন্য একটি চুক্তি সই করেছে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, বিদ্যুৎ কেন্দ্রটি ২০১১ সালের ১ এপ্রিল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ সরবরাহের জন্য তাদের সর্বশেষ চুক্তিটি ২০২৪ সালের ২২ মার্চ শেষ হয়।

যদিও ২০২৪ সালের ২৯ এপ্রিল বিপিডিবি-র সম্মতিক্রমে ‘বিদ্যুৎ না দিলে, কোনো বিল নয়’ নীতিতে প্ল্যান্টটি আরও দুই বছরের জন্য চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে এর কোনো বিদ্যুৎ সরবরাহ হয়নি।

এরপর সামিট পাওয়ার বিপিডিবি থেকে একটি অনাপত্তিপত্র পায়, যেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের আর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে প্ল্যান্টটির কার্যকালের মেয়াদ শেষ হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ গত ৮ মে প্ল্যান্টটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং সম্ভাব্য ক্রেতা খোঁজার জন্য ব্যবস্থাপনাকে অনুমোদন দেয়। ব্যবস্থাপনা বিভাগ দুটি পক্ষের সঙ্গে আলোচনা করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিবন্ধিত সাবসন এনার্জি এফজেডকো-এর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে।