
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ডিক্রিরচর ফেরিঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৪টায় নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ নিখোঁজ হয়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।