ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আপনারা এত চাপের মধ্যেও বিগত সময়ে আমাদের পাশে ছিলেন। আমাদের দল থেকে আমরা যদি কিছু হই তাহলে গাজী সাহেবের মত হবো কীনা এটা অনেকে জানতে চেয়েছেন। গাজী সাহেব পিএস দিয়ে রূপগঞ্জে রাজনীতি করেছেন। তিনি রূপগঞ্জের মানুষকে দিয়ে রূপগঞ্জ চালাননি। বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে রূপগঞ্জ চালিয়েছেন। আমার কাছে কোন পিএস নেই, আমার সাথে যারা আছে তারা রূপগঞ্জের মানুষ। ক্লীন ইমেজের ভাল মানুষ দিয়েই রূপগঞ্জ চলবে।
সোমবার (১০ নভেম্বর) রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর মত বিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, রূপগঞ্জে কোথায় কী অন্যায় হচ্ছে আপনারা যদি এগুলো তুলে ধরেন তাহলে আমরা জানতে পারবো। সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমরা নই প্রশাসন ও জনগণ দাঁড়াতে পারবে। আপনাদের দ্বারাই রূপগঞ্জকে পরিবর্তন করা সম্ভব। রূপগঞ্জে যত খারাপ কাজ হয় এগুলো ধরিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে নতুন জেনারেশনকেও আপনারা গড়ে তুলতে পারবেন।
রূপগঞ্জের মানুষ এত ভাল ও অভিজ্ঞ যে তারাই রূপগঞ্জ পরিচালনা করতে পারবেন। আপনাদের ওপরে পাঁচ আগষ্টের পর কখনও কোন চাপ দেয়া হয়নি। আমি পাঁচ আগষ্টের পর উপজেলা অফিসে দাঁড়িয়ে বলেছিলাম আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে লিখবেন। যেন আরও দশজন এটা দেখে শিক্ষা পায়। মানুষ সবসময় সত্যের পাশে থাকতে চায়।
নির্বাচন নিয়ে আমাদের ভাবনা নেই। আমাদের ভাবনা আগামী পাঁচ বছরে নির্বাচিত হতে পারলে রূপগঞ্জকে কীভাবে সাজিয়ে তুলবো। রূপগঞ্জের যে উন্নয়ন বাজেট আসে এর অর্ধেকই ফেরৎ চলে যায়। এর মানে উন্নয়নের জন্য টাকার অভাব নেই, নেতৃত্বের অভাব। এই নেতৃত্ব কারও একার পক্ষে দেয়া সম্ভব নয়। সকলে মিলে কাজ করলেই এটা করা সম্ভব।

