ফাইল ছবি
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন জিয়া বলেছেন, কিছু দিন আগে শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে এনসিপির এক নেতা হাতেম সাহেবকে ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে আখ্যায়িত করে। যেটা বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়। গতকাল মঙ্গলবার সরকারি তোলারাম কলেজের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি আসেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে কিছুসংখ্যক সাধারণ ছাত্র/ছাত্রীরা কলেজে আমার কাছে অভিযোগ করে যে, সে একজন ফ্যাসিস্টের দোসর, আমাদের কলেজের অনুষ্ঠানে তিনি কী করে আসতে পারেন। এবং অনেকেই আমাকে বারবার কলেজ থেকে তাকে বের করে দিতে বলে। একপর্যায়ে আমি আবেগপ্রবণ হয়ে তাকে কলেজ থেকে চলে যেতে বলি।
বুধবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে একথা জানান তিনি।
তিনি আরও বলেন, তার মত একজন সম্মানিত ব্যক্তির সাথে এমন আচরণ কোনভাবেই কাম্য না। আমি এরকম আচরণ এর জন্য মোহাম্মদ হাতেম সাহেব সহ বিকেএমই'র সকল ব্যবসায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যবসায়ীক কারণে সব সরকারের সাথেই তাদেরকে সম্পর্ক রাখতে হয়, কিন্ত এই বিষয়টি আমি সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার দ্বারা এরকমটা আর ঘটবে না।

