বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষ আ.লীগকেই লকডাউন করে দিয়েছে: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৭, ১৩ নভেম্বর ২০২৫

মানুষ আ.লীগকেই লকডাউন করে দিয়েছে: সাখাওয়াত 

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকেই লকডাউন করে দিয়েছে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। পার্শ্ববর্তী দেশের ইন্ধনে তারা যা করতে চায় তা নারায়ণগঞ্জের মানুষ সফল হতে দেয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা আদালতে আইনজীবী সমিতির ভবনের সামনে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতার প্রতিবাদে আয়োজিত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষকে তারা ১৬ বছর খুন, গুম নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষকে হত্যা করে তারা বিদেশে পলায়ন করেছে। হাসিনা আইনকে ভয় পায়। তাই সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। 

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ছিল শেখ হাসিনা আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হবে। কিন্তু আমরা দেখলাম জুলাই বিপ্লবে শেখ হাসিনা দুই হাজার ছাত্র জনতাকে হত্যার পরেও সে আবারও মানুষের রক্ত ঝরাতে চায়। তারা আগুন সন্ত্রাস করে এদেশের মানুষকে বিপদে ফেলতে চায়। জনগণ তাদের বিফল করে দিয়েছে।