ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসাঃ বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান (১৯)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসাঃ বীনা আক্তারের (৫৬) নেতৃত্বে পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠি-শোটাসহ একত্রিত হয়ে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্ষতি করে অন্তর্ঘাতী কার্য করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং বর্তমান সরকারকে উৎখাত করে রাষ্ট্রের অখন্ডতা ও নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত করার লক্ষ্যে রাস্তা অবরোধ করে ককটেল বিষ্ফোরন করে।
তিনি আরও বলেন, তারা সকলে একত্রিত হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ঝটিকা মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগ করার জন্য হাতে বোতল ভর্তি পেট্রোল নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মোসাঃ বীনা আক্তারের (৫৬) বিরুদ্ধে নরসিংদী জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে।

