ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলার ঝুটের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মেশিনারিজ ও মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফয়সাল নামে এক ব্যক্তির মালিকানাধীন তুলার ঝুটের গুদামে আগুন লাগে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও জানান, গুদামের ভেতরে থাকা তুলা, কাপড়ের ঝুট ও বিভিন্ন মেশিনারিজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
ক্ষতিগ্রস্ত মালিক ফয়সাল বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।’

