বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩১, ১২ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুইজন বাইক আরোহী সিএনজিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আওয়ামী লীগ কিংবা তারই অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যাত্রী বেশে দুইজন যুবক সিএনজিতে আগুন দিয়েছে। আগুন দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।