ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুইজন বাইক আরোহী সিএনজিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আওয়ামী লীগ কিংবা তারই অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যাত্রী বেশে দুইজন যুবক সিএনজিতে আগুন দিয়েছে। আগুন দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

