বুধবার, ১২ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগের কর্মীসহ ১৫ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৫, ১২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫১, ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগের কর্মীসহ ১৫ জন গ্রেফতার

গ্রেফতার

সিদ্ধিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী মামলার আসামীসহ ১৫ জন গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতদের মধ্যে চারজন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে বৈষম্য বিরোধী হত্যা ও হত্যা চেষ্টা মামলায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম। গ্রেপ্তারকৃত অন্য ১১ জন মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি। 

গ্রেপ্তারকৃতরা হলো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মোঃ মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮নাং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মোঃ রবিন (৩৫)। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম জানান,  গ্রেপ্তারকৃতদের ১৫ জনকে আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।