যুবদলের কার্যালয় আগুনে পুড়ে গেছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে "শহীদ খোকন স্মৃতি সংসদ" নামের যুবদলের কার্যালয় আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের চৌধুরীবাড়ী জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৮নং ওয়ার্ড যুবদলের প্রয়াত সদস্য শহীদ খোকন এর নামে "শহীদ খোকন স্মৃতি সংসদ" নামকরণ করা হয় কার্যালয়টির। ভোরে হঠাৎ আগুনে কার্যালয়টি পুরোপুরি পুড়ে যায়।
জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের সময় ৮নং ওয়ার্ড যুবলীগের কার্যালয় ছিল এখানে। ১৯৯৬ সালে এখানে ৮নং ওয়ার্ড যুবদলের প্রয়াত সদস্য মোঃ খোকনকে আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনী প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে। পরে আওয়ামী লীগ সরকার পতনের পর কার্যালয়টি শহীদ খোকন স্মৃতি সংসদ নামে নামকরণ করে যুবদল নেতাকর্মীরা।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, এখানে ঝুট গোডাউন ছিল। কেউ হয় সিগারেট খেয়ে ফেলেছে। সেটা থেকে ঝুটে আগুন লেগেছিল। সেখান থেকে পরবর্তীতে ওই অফিসটিতেও আগুন ছড়িয়ে পড়ে।

