মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাতেমকে বের করে দিল ছাত্রনেতারা

প্রকাশিত: ১৬:৫৭, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৮, ১১ নভেম্বর ২০২৫

হাতেমকে বের করে দিল ছাত্রনেতারা

মুহাম্মদ হাতেম

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উদ্যোক্তা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেমকে কলেজ থেকে বের করে দিয়েছে শিক্ষার্থী ও ছাত্রনেতারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সরকারি তোলারাম কলেজে এই ঘটনা ঘটে। 

জানা যায়, বিকেলে তোলারাম কলেজে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল ইসলাম।  এসময় বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেমও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতেমের বক্তব্য শেষে প্রধান অতিথি শহীদুল বক্তব্য দিতে মঞ্চে ওঠেন। এসময় হঠাৎ ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এসময় হাতেমকে পতিত ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। 

এসময় অন্যান্য অতিথিরা ছাত্র নেতাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। পরে ছাত্র নেতাদের বিক্ষোভের মুখে তোলারাম কলেজ থেকে বের হয়ে চলে যান মুহাম্মদ হাতেম।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, ফ্যাসিবাদের আমলে মোহাম্মদ হাতেম স্বৈরাচারের দোসর ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ও তিনি শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলেছেন। তাই আমরা তার প্রতিবাদ করেছি।

এ ব্যাপারে হাতেমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।