মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ২১:১৭, ১১ নভেম্বর ২০২৫

ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামীলীগের ৫জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারনসম্পাদক বাবুল হোসেন (২৫), কাশিপুর হাটখোলা এলাকার আওয়ামীলীগ কর্মী সুমন (৩৭), শাহ আলম (৫৫), দাপা ইদ্রাকপুর এলাকার মহন মিয়া (৩২) ও শিহাচর লালখাঁ এলাকার বাদল (৪০)। সোমবার রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তারা ফতুল্লায় আতংক সৃস্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।