প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে মোবারক (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার প্রবেশ পথ চৌরাস্তায় পায়রা চত্বর এলাকায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে মোবারককে আটক করা হয়।
আটক মোবারক নরসিংদী জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার প্রবেশ পথ চৌরাস্তায় পায়রা চত্বর এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটোছুটি করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের এসে মোবারক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের পর দৌড় দিয়েছিল। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

