মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিশাল মিছিল

প্রকাশিত: ২০:৪৪, ১১ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিশাল মিছিল

বিশাল মিছিল

​জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবি দ্রুত কার্যকর করার দাবিতে (১১ নভেম্বর) মঙলবার নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

বাদ যোহর আয়োজিত এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী মিছিল সহকারে  যোগদান করেন।

​সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের পক্ষে তাদের জোরালো অবস্থান তুলে ধরেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি করা। সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটের আয়োজন করা। তাদের উত্থাপিত ৫ দফা দাবি কার্যকর করা।

​মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, "জুলাই সনদ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার সনদে স্বাক্ষর করেছে, তাই কালক্ষেপণ না করে অবিলম্বে এর আইনি ভিত্তি নিশ্চিত করে আদেশ জারি করতে হবে এবং জনগণের মতামত নিতে দ্রুত গণভোটের ব্যবস্থা করতে হবে।" তিনি আরো বলেন, ৫ দফা দাবির বাস্তবায়ন ছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়।

​শোডাউনে উপস্থিত নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এই বিশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা মো: ওমর ফারুক, হাফেজ আবদুল মোমিন, মহানগরী সমস্ত থানা আমীর সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।