ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান ডেঙ্গুতে আক্রান্ত হবার খবর পেয়ে ছুটে গেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বালুরমাঠ এলাকায় অবস্থিত এপোলো ক্লিনিকে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ফারহানকে দেখতে আসেন তিনি। এসময় আল আমিন ছাত্রদল নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও আরোগ্য কামনায় দোয়া করেন।
আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের ছোট ভাই মেহেদী হাসান ফারহান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবর পেয়ে তাকে দেখতে এসেছি। আমরা একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। গণঅভ্যুত্থানের সময়ে একসাথে বড় কিছু কর্মসূচী বাস্তবায়নের পর আওয়ামী লীগ ও ওসমানদের পক্ষ থেকে তার জীবনের ঝুঁকি তৈরী হয়। সেসময় তাকে নারায়ণগঞ্জের বাইরে কিছুদিন থাকার পরামর্শ দিয়েছিলাম।
এছাড়া আমরা একসাথে বহুবছর ফেরারী জীবন যাপন করেছি। একসাথে রাজপথে নেমেছি, আন্দোলন করেছি। ফলে আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকলেও আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এখনও বিদ্যমান। দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে তার নিজ রাজনৈতিক কর্মকান্ডে ফিরে আসবে।

