ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি।
এসময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ইকবাল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

