মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিভিন্ন দল যারা রূপগঞ্জে দাঁড়াতে চাচ্ছে, তাদের টার্গেট জামানত রক্ষা করা। পাশ করা তাদের টার্গেট না। তারা রূপগঞ্জে তাদের জামানত নিয়ে চিন্তিত এটা আপনারা মানুষের মাঝে তুলে ধরুন।
শনিবার (১৫ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি আপনাদের কাছে আবেদন জানাই। আমার মা বোনেরা কাজ করবে। তারা যেন বিকেলের মধ্যে ঘরে চলে যেতে পারে সেটা আপনারা খেয়াল রাখবেন। আমার পরিবার সবসময় হিন্দু সম্প্রদায়ের ৮০ শতাংশ ভোট পেয়ে আসছে। আমরা তাদের ভোট ও সমর্থন পাব এটাই আমি আশা করছি।
তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি নিশ্চিতে তাদের নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মহিলা ও তরুণ ভোটারদের কিভাবে আকৃষ্ট করবেন এটা আপনারা ঠিক করবেন। যেন তারা ধানের শীষে ভোট দেয়।
আপনাদের ধন্যবাদ জানানো ছোট করা। এই মনোনয়ন আপনাদের। আপনারা খেটেছেন বলেই আমি মনোনয়ন পেয়েছি। বিএনপিতে আমরা প্রতিযোগীতায় ছিলাম। যারা প্রতিযোগী তারাও কিন্তু বিএনপি করেছে, তারাও রাজপথে ছিল হামলা মামলার শিকার হয়েছে। ওদেরকে যেন আমরা বুকে টেনে নিয়ে চলতে পারি এটা খেয়াল রাখতে হবে। দল একা করা যাবে না। সকলকে নিয়ে দল করা গেলে আনন্দের দল হবে। রূপগঞ্জকে পরিবর্তন করতে হলে সকলকে নিয়ে কাজ করতে হবে। এছাড়া রূপগঞ্জকে পরিবর্তন করা সম্ভব হবে না।

