প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে মাদক মামলায় জলিল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালত এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি জলিল (৩৫) শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের নারায়ণগঞ্জ সদর থানার মাদক মামলায় জলিল (৩৫) নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

