শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৬ দফা দাবিতে ফতুল্লায় ট্যাংকলরিতে জ্বালানি পরিবহণ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৮, ২১ নভেম্বর ২০২৫

৬ দফা দাবিতে ফতুল্লায় ট্যাংকলরিতে জ্বালানি পরিবহণ বন্ধ

প্রতীকী ছবি

৬ দফা দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপো থেকে অর্ধবেলা ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহণ বন্ধ রাখা শুরু করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিশেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরিতে জ্বালানি পরিবহণ বন্ধ রাখা হয়। তাদের দাবি মানা না হলে প্রথম বৃহস্পতিবার থেকে প্রথম এক সপ্তাহ ১২টা পর্যন্ত এরপর দ্বিতীয় সপ্তাহ দুপুর ২টা পর্যন্ত তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহণ বন্ধ রাখা হবে।

গত ১২ নভেম্বর ৫ দফা দাবি জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে আবেদন করে ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। দাবিতে উল্লেখ করা হয়, ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি সেবাগ্রহণকারী কর্তৃক ভ্যাট প্রদানের ঘোষণা গেজেটে প্রকাশ করতে হবে। সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুটপারমিট এবং রাস্তায় চলার যোগ্য হলেই ফিটনেস প্রদান করতে হবে। ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৩৫ বছর করা প্রভৃতি।