বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিয়ে যাবো : খোকন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৮, ২০ নভেম্বর ২০২৫

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিয়ে যাবো : খোকন

গোলাম ফারুক খোকন

টেক্সটাইল মিল মালিকদের সংগঠন '‎বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ)' এর নবনির্বাচিত সভাপতি ও  জিএম হোম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক খোকন বলেছেন তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিয়ে যাবো।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় অবস্থিত নিজ বাসভবনে এলাকাবাসীর দেওয়া সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে তিনি এই মন্তব্য করেন। 

এসময় গোলাম ফারুক খোকন আরো বলেন, একসময় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি ও তাঁত। সেই তাঁত শিল্পের বিকাশের মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে পোশাক শিল্পখাতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। অথচ, বিগত সরকারের নানান অবহেলা ও ভারত তোষণ নীতির কারনে বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা ভয়ঙ্কর এক সংকটের মুখে পড়েছে। একদিকে দেশের বাজারে ভারতীয় অবৈধ কাপরের দাপট, অপর দিকে  ঋণের উচ্চ সুদ হার এবং অযাচিতভাবে প্রতিটি তাঁতের উপর বসানো কাস্টমস ভ্যাটের চাপ অপরদিলে বিদ্যুত ও গ্যাসের সংকট। সব মিলিয়ে মিল মালিকরা ভালো নেই। 

এর আগে (১৬ নভেম্বর) রোববার সংগঠনটির পুরানা পল্টল কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি আগামী দুই বছরের জন্য টেক্সটাইল মিল মালিকদের সংগঠন '‎বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ)' এর সভাপতি পদে নির্বাচিত করেন গোলাম ফারুক খোকনকে। 

গোলাম ফারুক খোকন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি এবং মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।