ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি টেক্সটাইল মিলসহ ৪০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় টেক্সটাইল মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার উজান গোবিন্দী এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তিন কিলোমিটার বিস্তৃত ২৫০টি বাড়ির ৪০০ অবৈধ আবাসিক গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।
পরে কলিমুদ্দিন শাহ টেক্সটাইল এন্ড সাইজিং মিলস লিমিটেড নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্নসহ প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুরো অভিযানে জব্দ করা হয় ১২০ ফুট অবৈধ পাইপ, তিন টন ওজনের একটি বয়লারসহ বিপুল সংখ্যক রাইজার ও বার্নার। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগের স্থলগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের স্থানীয় আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপকসহ কর্মকর্তা ও প্রকৌশলীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ স্থাপন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

