বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সারাদেশে মোবাইল বিক্রি বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৪, ১৯ নভেম্বর ২০২৫

সারাদেশে মোবাইল বিক্রি বন্ধ ঘোষণা

ফাইল ছবি

সারাদেশে মোবাইল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)’। 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এনইআইআর বাস্তবায়ন: মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেন এমবিসিবি সদস্যরা।

একজন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীকে ডিবির আটক করা ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’র নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মোবাইল বিক্রি বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে রাজধানী বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেটসহ অন্য বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ক্রেতারা মার্কেটে এসেই জানতে পারেন মার্কেট বন্ধের কথা। এ ছাড়া মোবাইল সারাতে এসেও ফিরে যেতে হয়েছে অনেককে।

সংবাদ সম্মেলনে এমবিসিবির সদস্যরা বলেন, আমরা ব্যবসায়ী, আমাদের ওপরেই কেন এত চাপ সৃষ্টি করা হচ্ছে? সরকার আমাদের সঙ্গে বসে কথা বলুক। নিয়মকানুন কী মানতে হবে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিক। এভাবে ২০-২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়ে কী প্রমাণ করতে চায় সরকার?’

এর আগে, গত রাতে এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস এবং সাংবাদিক মিজানুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বাসা থেকে নিয়ে যায়। এই ‘আটকের’ প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে ডিবি কার্যালয় ঘেরাও করে রাখেন। সাংবাদিক মিজানুর রহমানকে সকালে ছেড়ে দিলেও আবু সাঈদ পিয়াস এখনো ডিবি হেফাজতে আছেন।