ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আলাদা আলাদা হাজার হাজার নেতাকর্মীর মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা ও সোনারগাঁ উপজেলায় একসাথে এই মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।
এসময় ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা করেন ও জনগণের কাছে ভোট প্রার্থনা করেন বিএনপি নেতাকর্মীরা।
প্রচারণায় অংশ নিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব জানান, আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা করছি। কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

