শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
“আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে স্থানীয় আলী আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অদ্য ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় পাঁচ শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরউদ্দিন আহমেদ বলেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও যারা বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে কম্বল গ্রহন করতে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন সব সময় দুঃস্থ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও সেবামূলক কাজ ও নাগরিক সমস্যা সমাধানে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে ইনশাল্লাহ্। তিনি সমাজের বিত্তবানদের প্রতি দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার আকুল আহ্বান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য যথাক্রমে- আব্দুল কুদ্দুস আজাদ, কুতুবউদ্দিন আহম্মদ, হাজী রমজানুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, হাজী আব্দুস সাত্তার ভুট্টো, যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেন, আনোয়ার হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খান, মাকিদ মোস্তাকিম শিপলু, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, ক্রীড়া সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর কবির পোকন, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সামাদ মোল্লা, জাহাঙ্গীর আলম জাগু, জহিরুল ইসলাম মিন্টু, রাজীউদ্দিন আহম্মদ, শহীদুল ইসলাম ফয়সাল, কামাল হোসেন মিলন, তাপস সাহা, মোঃ ইয়াকুব মিয়া, উত্তম কুমার পান্ডু, মোঃ ইমরান শরীফ, আব্দুল খালেক সিদ্দিকী, মোঃ ইকবাল শেখ, জাহাঙ্গীর হোসেন খোকা, মাহির হাসনাত রিজন প্রমুখ।

