শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মায়ের জন্মদিনে হেলিকপ্টারে চড়ালেন সিআইপি পুত্র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৮, ২৭ ডিসেম্বর ২০২৫

মায়ের জন্মদিনে হেলিকপ্টারে চড়ালেন সিআইপি পুত্র

ফাইল ছবি

"মনে করো যেন বিদেশেতে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে"  বন্দরের একজন সিআইপি শিল্পপতি তার মায়ের জন্মদিনকে উপলক্ষ করে তাকে নিয়ে হেলিকপ্টারে চড়ার এক ব্যতিক্রম দৃশ্যই  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় সেই কবিতাটি মনে করিয়ে দিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়াস্থ স্প্ল্যাস প্যারাডাইজ গার্ডেন থেকে তার মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে ভ্রমন করে । জানা যায়,বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরঘারমোড়া এলাকার মৃত সালামতউল্লাহ এর  ছেলে মোহাম্মদ হাসান মিয়া খোকন ২০২৩ সালে দেশের বাইরে  সর্বোচ্চ রেমিটেন্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেন। ডিসেম্বর তার মাতা হামিদা খাতুনের জন্মদিন। জন্মদিনটি স্মরণীয় করে রাখতে ওইদিনের জন্য হেলিকপ্টার ভাড়া নিয়ে মাকে চমকে দেন। মায়ের বিশেষ দিনে সন্তানের এমন উপহারে আপ্লুত হয়ে পড়েন মা। এ সময় উপস্থিত কৌতুহলী জনতার চোখে  যেন রবীন্দ্রনাথের সেই বীরপুরুষ কবিতাটি মনে করিয়ে দেয়। পরে শিল্পপতি হাসান মিয়া খোকন মাকে নিয়ে হেলিকপ্টারে ঘুরে নিজের ইচ্ছা পূরণ করেন। মা পুত্রের এমন আয়োজন উপভোগ করতে রোববার এলাকার শতশত নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা আয়োজনস্থল স্প্ল্যাস প্যারাডাইজ গার্ডেনে ভিড় করেন।