রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্র ফেডারেশন এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৭, ১০ জানুয়ারি ২০২৬

ছাত্র ফেডারেশন এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা 

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তি সংগ্রামের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান এর সভাপতিত্বে সহ-সাধারন সম্পাদক মৌতিতা নুরের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেতন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি সৃজয় সাহা,ইউসা ইসলাম, সহ সাধারন সম্পাদক অপূর্ব রয়,সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, কার্যকরী সদস্য রাইসা ইসলাম, সিয়াম সরকার সহ সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক আমির ফয়সাল শান্ত, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক মাহাদি হাসান, ভোলাইল শাখা কমিটির সদস্য আবু তালহা, ইসদাইরের সংগঠক,মিতু,মিথিলা সংগঠক মোঃ সোহাগ সহ বিভিন্ন শাখার নেতৃত্ব ও সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, 

আজ “হতাশার বিরুদ্ধে বিদ্রোহ, নির্মাণের পক্ষে সংগ্রাম” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মুক্তি সংগ্রামের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেবল একটি সংগঠনের নাম নয়,এটি একটি লড়াইয়ের ইতিহাস, একটি প্রতিরোধের ঐতিহ্য, একটি স্বপ্ন নির্মাণের ধারাবাহিক সংগ্রাম।

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে ছাত্র ফেডারেশন ছিল রাজপথে, ছিল মিছিলের অগ্রভাগে, ছিল নিপীড়িত মানুষের পাশে।
এই দীর্ঘ লড়াইয়ের পথে আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধাদের,যাদের রক্ত, ত্যাগ ও আত্মদানেই আজকের এই সংগ্রাম অব্যাহত।

গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ছাত্র আন্দোলনের সকল শহীদ, নিপীড়নের শিকার সাহসী যোদ্ধাদের। তাদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আজ আমাদের দায়।

আজকের বাস্তবতায় ছাত্রসমাজ গভীর সংকটে।শিক্ষা এবং মানুষের মুক্তির উপায় পরিণত হয়েছে বাণিজ্যের পণ্যে। অপর্যাপ্ত বাজেট, শ্রেণিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সেশনজট, কোচিং নির্ভরতা, বেসরকারিকরণ,সব মিলিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্পষ্টভাবে ঘোষণা করে, আমরা শিক্ষাকে পণ্য নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠা চাই। শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার চাই। শিক্ষা খাতে যথাযথ ও পর্যাপ্ত বাজেট বৃদ্ধি চাই। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সকলের জন্য বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে হবে। শুধু শিক্ষা নয়,আমরা গণমানুষের সামগ্রিক মুক্তির লড়াই করছি।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে,তার বাস্তবায়ন চাই। সে কারণেই আমরা জাতীয় জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। কারণ জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার ভিত্তি হওয়া উচিত।

আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। রাষ্ট্রীয় দমন-পীড়ন বন্ধ হোক। মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত হোক।বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে,এই সমাজ পরিবর্তন হবে ছাত্র-যুব-শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই।

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারাদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক, বর্তমান সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।