ফাইল ছবি
অপরেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারের ৬ ঘন্টার পর ওসমান পরিবারের দোসর ও কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি প্রভাবশালী নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজী (৫৬)কে রহস্য জনক কারনে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পাওয়া জাতীয় পার্টি নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজী বন্দর উপজেলা সংলগ্ন বালিয়াগাও এলাকার মৃত ফটিক চাঁনের ছেলে। গত রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার বালিগাও এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানার বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে ওসমান পরিবারের দোসর কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজীকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী ও বিএনপি একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছে, একদিকে হাই প্রোফাইল নেতাদের তদবির অন্যদিকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে রাতারাতি থানা থেকে ছেড়ে দেয়। ওসমান পরিবারের দোসরকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় বন্দর থানা পুলিশ ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছে সচেতন মহল ।
এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া গণমাধ্যমকে জানায়, আলাউদ্দিন দেওয়ানজী শারীরিক অবস্থা খারাপ থাকার কারনে তাকে জেলা পুলিশ সুপার স্যার তাকে ছেড়ে দিতে বলে। আমি তাকে ছেড়ে দেই।

