বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রার্থিতা ফিরে পেলেন মাকসুদ হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫১, ১৩ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন মাকসুদ হোসেন

ফাইল ছবি

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ মো. মাকসুদ হোসেন। ইসির আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় আপিল শুনানির তৃতীয় দিনে নির্বাচন ভবন মিলনায়তনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এদিন সেখানে মোট ৭০টি আপিল নিষ্পত্তির কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মাকসুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

সোমবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মাকসুদ হোসেনের আইনজীবী ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাকসুদ হোসেনের আপিল মঞ্জুর করেছে। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর মাকসুদ হোসেন সাংবাদিকদের বলেন,“মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আমি ন্যায়ের পথে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং সবার দোয়া কামনা করছি।”