রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদল নেতা দোলনসহ গ্রেপ্তার ৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩১, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৮, ১০ জানুয়ারি ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদল নেতা দোলনসহ গ্রেপ্তার ৮

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ অন্তত আট জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

 শনিবার (১০ জানুয়ারি) ফতুল্লার দক্ষিন শিয়ারচর উকিল বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। 

স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে শনিবার ইউনুস মাস্টার ও জয়নাল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। 

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।