মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, ম্যাগাজিন, ককটেল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৯০ হাজার টাকাসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মোঃ সুজন (৩০), মনোহরদী এলাকার মোঃ আরজু ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (৩৫), কামালদী এলাকার মোঃ নাঈমের স্ত্রী রুনা বেগম (৩৮) ও শহিদুল ওটফে শহিদুল্লাহ মিয়ার ছেলে মোঃ নাঈম (৪২)। গতকাল রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় অভিযান চলছে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এসময় আসামিদের কাছ থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ (ষোল) পুরিয়া হেরোইন, ০১টি বিয়ারের ক্যান, ১টি প্লাস্টিকের বোতলে অনুমান ১৫০ গ্রাম মদ, মাদক বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৯০ হাজার টাকা ও ০৬ টি টালি খাতা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি মোঃ নাঈম (৪২) তার হেফাজতে অস্ত্র-গুলি ও বিস্ফোরক জাতীয় ককটেল রয়েছে মর্মে জানায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম তল্লাশি করে মোঃ নাঈম এর বসতবাড়ির রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে দুইটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুইটি ম্যাগাজিন, দশটি ককটেল, একটি দা, একটি ধারালো চাকু, একটি ছুরি, একটি ধারালো চাপাতি  উদ্ধার করে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।