রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র মাদক টাকাসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৫, ১১ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র মাদক টাকাসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় অস্ত্র, পিস্তল, মাদক ও নগদ টাকাসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। 

রোববার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে যৌথ বাহিনী। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নাইম (৪২), রুনা (৩৫), রুবেল (৩৫) ও সুজন (৩০)।

এসময় আসামিদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি কার্তুজ, ১৩টি ধারালো অস্ত্র, ১০৫ পিস ইয়াবা, মদ, নগদ ১৬ লক্ষ ৯০ হাজার টাকা ও পাঁচটি এন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, বেশ কিছুদিন যাবৎ সোনারগাঁ ও নারায়ণগঞ্জের বেশ কিছু স্থানে বিশেষত মুন্সিপুরে অপরাধীদের তৎপরতা বেড়ে গিয়েছিল। অপরাধীদের আইনের আওতায় আনতে গতকাল রাতে সোনারগাঁ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মুন্সিপুরের একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত চার মাদকব্যাবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।