সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৭, ১১ জানুয়ারি ২০২৬

বন্দরে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে আহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির হামলায় এক হোসিয়ারি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বন্দর থানাধীন নাসিক ২২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন যুবরাজ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোঃ নিবির (২৮)। তিনি শহিদুর রহমান মিন্টুর ছেলে এবং পেশায় হোসিয়ারি শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হঠাৎ করে মোটরসাইকেল থামিয়ে পিছন দিক থেকে সুইচ গিয়ার দিয়ে নিবিরের ওপর হামলা চালায়। হামলার পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত অবস্থায় নিবিরকে উদ্ধার করে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।