ফাইল ছবি
নারায়ণগঞ্জ আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সকালে আড়াইহাজার থানাধীন ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় মো. সামাদের মালিকানাধীন। তিনি লালুরকান্দি এলাকার মৃত রহমান মেম্বারের ছেলে। অগ্নিকাণ্ডে তুলা, গার্মেন্টস ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলা, গার্মেন্টস ঝুট ও যন্ত্রাংশে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়।
খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু কারখানার মেশিন পুড়ে গিয়েছে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এখনই বলতে পারছিনা কি পরিমান ক্ষতি হয়েছে।
আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানাতে ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

