মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৩, ১৩ জানুয়ারি ২০২৬

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে তাকে আটক করা হয়।

পাসপোর্ট আবেদনে আটক যুবক নিজেকে মোঃ জামাল শেখ নামে পরিচয় দেন। আবেদনে তার পিতার নাম মোঃ মুন্নু শেখ, মায়ের নাম রুনা বেগম এবং জন্ম তারিখ ২২ জুন ২০০২ উল্লেখ করা হয়। জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে দেওয়া হয় ১৯৫৯৩৪৪৮৮৬। ঠিকানা ও জন্মস্থান হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার তথ্য দেওয়া হয়।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, কাগজপত্র যাচাইয়ের সময় আবেদনকারীর চেহারার সঙ্গে জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত ছবির অসামঞ্জস্য ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় বায়োমেট্রিক যাচাই করা হলে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার তথ্য রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে পাওয়া যায়।

রোহিঙ্গা পরিচয়পত্র অনুযায়ী আটক যুবকের প্রকৃত নাম রাইয়াস। তার পিতার নাম মোঃ আইয়ুব এবং জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। সংশ্লিষ্ট নথি অনুযায়ী তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, প্রাথমিক যাচাই ও জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন যে তিনি একজন রোহিঙ্গা। অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছিলেন।

ফতুল্লা থানার উপ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পাসপোর্ট অফিস থেকে বিকেল সাড়ে চারটায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে হেফাজতে নেয়। ভুয়া পরিচয় ব্যবহার ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।