সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লুকানো মোবাইল হাতুড়ি দিয়ে ভাঙলেন মাদ্রাসা প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৮, ১১ জানুয়ারি ২০২৬

লুকানো মোবাইল হাতুড়ি দিয়ে ভাঙলেন মাদ্রাসা প্রধান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীর রামচন্দ্রদী হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের লুকিয়ে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে অন্তত ১০টি মোবাইল ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ হাতুড়ি ও কুড়াল দিয়ে মোবাইলগুলো ভেঙে দেন বলে জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণের এই ঘটনার ভিডিও পাওয়া যায়। ঘটনার সময় মাদ্রাসার একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ বলেন, মাদ্রাসার নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেউ মোবাইলসহ ধরা পড়লে তা ভেঙে ফেলা এবং শিক্ষার্থীকে বহিস্কারের বিধান রয়েছে। ভর্তির সময়ই এই নিয়ম অভিভাবকদের স্পষ্টভাবে জানানো হয়।

তিনি আরও জানান, এর আগেও কয়েক দফা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়েছিল। তখন অভিভাবকদের জানালে তারা মোবাইল ভেঙে ফেলার সম্মতি দেন। তবে এবারের ঘটনায় অভিভাবকরা শিক্ষার্থীদের বহিস্কারের বিষয়ে ক্ষমা করার অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মুছা মিয়া বলেন, বিষয়টি নিয়ে তিনি মাদ্রাসা প্রধানের সঙ্গে কথা বলেছেন। প্রধান শিক্ষক মাদ্রাসার রেজুলেশন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে তাকে জানিয়েছেন। এ ঘটনা পর্যালোচনার জন্য আগামী শনিবার একটি সভা ডাকা হয়েছে।