মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুল হামীদ কেন্দ্রীয় জামে মসজিদ, মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক ওয়াজ মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, "ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে বৈষম্যমুক্ত এবং ইসলামের ইনসাফপূর্ণ বিধানের আলোকে গড়ে তুলতে হবে।
রবিবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব উত্তর ভূইগড় কুতুবপুর মাহামুদ পুর এলাকায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান বক্তার আলোচনায় তিনি আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা অন্যায়ের অবসান ঘটিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনাতুল মুনাওয়ারাহ মসজিদে নববীর মুশরিফে রওজা শরীফ শায়খ আবু যাহরা আল-মাদানী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বাইতুল হামীদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি জামালুদ্দীন রহমানী (দাঃ বাঃ)।
কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দক্ষিণ বনশ্রী সেন্ট্রাল-২ জামে মসজিদের খতিব ও জামেয়া ইসলামিয়া শাহী মসজিদ মাদরাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি গোলাম সারওয়ার ফরিদী। এছাড়াও বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক কমিটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। তিনি তার বক্তব্যে সর্বাবস্থায় সাধারণ মানুষের পাশে থাকার এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এলাকার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ওলামায়ে কেরামের বয়ান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

