ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, ট্যাক্স হলো জনগণের হক। কারণ এ ট্যাক্স সরকারের ট্রেজারিতে জমা হয়। আর এ টাকার মালিক দেশের ১৮ কোটি জনগণ। ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া। শনিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ২০২৫-২০২৬-এর অভিষেক উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আরও বলেন, আমাদের ১৮ কোটি মানুষের পরিবার। তবে ১৮ কোটি মানুষ রোজগার করবে না। কেউ অনেক বেশি রোজগার করবে। সে অনেক বেশি ট্যাক্স দেবে। তার চেয়ে যে কম রোজগার করবে, সে কম ট্যাক্স দেবে। যে কোনো রোজগারই করবে না, সে কোনো ট্যাক্সই দেবে না। বরং সরকার তাকে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনো সেই কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তিনি বলেন, একজন মানুষকে ঠকানোর পর যখন আপনার বোধোদয় হবে আপনি ঠকিয়েছেন, তখন তার কাছে মাফ চাইতে পারেন। ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে পরবর্তী জেনারেশনের কাছে মাফ চাইতে পারবেন। কিন্তু আপনি যখন দেশের ১৮ কোটি মানুষকে ঠকাবেন তখন কতজনের কাছে আপনি মাফ চাইবেন। আপনি কিন্তু মাফ পাবেন না। তাই আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো আইন মেনে চলা।
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য একেএম বদিউল আলম, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার রওশন আখতার, নারায়ণগঞ্জ ট্যাক্স ল ‘ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মো. মাজম আলী খান প্রমুখ।

