সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আলীরটেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৪, ১১ জানুয়ারি ২০২৬

আলীরটেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ড 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা সদর থানাধীন আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা থেকে ৩টা পর্যন্ত আগুন জ্বলতে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, কুড়েরপাড় এলাকার বড় বাড়ি খুবির হাজির বসতবাড়িতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আশপাশের এলাকার স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘ চেষ্টা শেষে বিকেল ৩টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরে কাদের জানান, অগ্নিকাণ্ডের পর এলাকাটির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।