বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৬, ১৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি 

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি।

এ উপলক্ষে ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় জেলার শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান উপস্থিত থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

নেতারা জানান, তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে রূপগঞ্জে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিশাল সংবর্ধনা ও জনসভার আয়োজন করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একাধিক মাঠ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সম্ভাব্য স্থান নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিএনপি নেতারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে কর্মসূচি সফল করবে। সংবর্ধনা ও জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা কমিটি ও প্রচার উপকমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিএনপি। পাশাপাশি বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা চলবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের দাবি, তারেক রহমানের এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।