ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
হুমায়ুন কবির গলাচিপা এলাকার মরহুম চান শরীফ সরদারের ছেলে। তিনি গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, আজ ভোরে হঠাৎ কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

