
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ জন। এসময়ে নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১১.৭২ শতাংশ।
শনিবার (২৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিলসার্জন কর্তৃপক্ষ।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ২৩৯ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২৪ হাজার ৭৩৬ জন এবং এপর্যন্ত মারা গেছেন ৩১১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১১ জন, আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ২, রুপগঞ্জ উপজেলায় ৪, সদর উপজেলায় ৬ ও সোনারগাঁ উপজেলায় ২ জন শনাক্ত হয়েছেন।
এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২১৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৬০ জন।
নারায়ণগঞ্জ পোস্ট