
ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়ে সমালোচিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে শহরের দেওভোগ এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তাকে গ্রোপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ২০২৩ সালের ২২ মে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে খালেদা জিয়াকে কুকুরের বাচ্চা বলে গালিসহ তাকে নিয়ে নানা অশ্লীল কথা বলে সমালোচিত হয়েছিলেন জাহাঙ্গীর।