প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৭ ও ৩২ বছর।
বৃহস্পতিবার দুপুরে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেললাইন দিয়ে পার হওয়ার সময় নারায়ণগঞ্জ গামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জে রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদহ উদ্ধার করে আজ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।’