
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- পারভেজ হোসেন (৪৫)। তিনি গোপচর এলাকার আব্দুর রউফের ছেলে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নগর ভবনে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় আমরা এই পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছি।