ফাইল ছবি
চ্যানেল ২৪ এর নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিকের মা মৌলুদা খান মজলিশ (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
আজ বুধবার ২৯ অক্টোবর দুপুর দুইটায় নারায়ণগঞ্জ তিন'শ শয্যা খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী দুই ছেলে নাতি নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আহসান সাদিকের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামে বাড়ি মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আহসান সাদিক ও তার পিতা নারায়ণগঞ্জ টেক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি রোটারিয়ান ড. মুহাম্মদ ওসমান গনি মৌলুদা খান মজলিশের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।
আহসান সাদিকের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
একই ভাবে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

