নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে তিন চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলো, মোঃ গিয়াস উদ্দিন (৬২), মোঃ ফয়েজ আহম্মেদ (৫৮), ও সালেহ আহম্মেদ (৩৫)।
বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টায় তাদেরকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের চিটাগাং রোড এলাকার চান সুপার মার্কেটের সামনে থেকে আটক করা হয়।