
প্রতীকী ছবি
আড়াইহাজারে পানিতে ডুবে ইভা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সদর পৌরসভার বাঘানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইভা ওই গ্রামের আশরাফ মিয়ার ছেলে। জানা গেছে, শিশু ইভা দুপুর থেকে নিখোঁজ ছিল। বাড়ীর আশের-পাশে কোথাও খুছে পাওয়া যাচ্ছিল না। পরে বিকালে বাড়ীর অদুরে একটি ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে স্বজনরা আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
একটি সুত্র জানায়, স্থানীয় একটি পুকুরে বিষদিয়ে কে বা কারা মাছ মেরে ফেলে । সেই পুকুরে মাছ দেখতে যায় ইভা। সেখানে গিয়ে পানিতে পড়ে মারা যায়।
জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।