শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চাপা পড়ে ঢাকা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিন আহম্মেদ (২১), জামাল হোসেন (৩৮) ও  আলালউদ্দিন (২৮) ঘটনাস্থলেই  নিহত হয়। 

নিহতরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মুন্সিপুর গ্রামের বাসিন্দা।

এ সময় প্রাইভেটকারের যাত্রী রাকিবুল ইসলাম (২৫) ও চালক জব্বার মিয়া (৪৫) আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও জানা যায়, ঢাকাগামী প্রাইভেটকারটি দ্রুতগতিতে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।