শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩১, ১৩ আগস্ট ২০২২

ফতুল্লায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা থেকে গলায় ফাঁস লাগানো মিম আক্তার (১৪) নামে এক কিশোরীর  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায়  পাগলা রসুলপুরস্থ পারভীন ক্লিনিক সংলগ্ন আশরাফের বাড়ীর ভাড়াটিয়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত মিম আক্তার ফতুল্লা মডেল থানার রসুলপুরের পারভিন ক্লিনিক সংলগ্ন আশরাফ আলীর ভাড়াটিয়া ফয়সাল মিয়ার মেয়ে। নিহত মিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানায়, নিহত কিশোরী তার বাবা মায়ের সাথে দুপুরে এক সাথে খাবার খায়। সে সময় পড়ালেখার বিষয় নিয়ে কিশোরী মেয়েকে বাবা মা কথা শোনায়। দুপুরের খাবার খেয়ে কিশোরী মেয়ে নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সন্ধ্যা পর্যন্ত দরজা না খোলায় বাবা-মা মেয়েকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় কিশোরীর ঝুলন্ত দেহ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।